কাশিমপুর কারাগারে নুসরাত ফারিয়ার কাগজ পৌঁছেছে। তাকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া চলছে।
কাশিমপুর মহিলা কারাগারের সিনিয়র জেল সুপারকাওয়ালিন নাহার বিষয়টি নিশ্চিত করে বলেন, নুসরাত ফারিয়ার জামিনের কাগজ আমাদের হাতে এসে পৌঁছেছে। তাকে ছেড়ে দেয়ার কাজ চলমান রয়েছে।
তার পরিবারের লোকজন আসলেই ছেড়ে দেওয়া হবে। চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে রবিবার থাইল্যান্ডে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। তাকে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানাধীন এলাকায় হওয়া একটি হত্যাচেষ্টা ঘটনায় ঢাকার সিএমএম আদালতে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
মামলার নথিপত্র থেকে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ও অজ্ঞাতনামা ৩-৪ শত জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক।