চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সুন্দরপুরের মোল্লামোড় এলাকায় র্যাবের একটি দল অভিযান চালিয়ে মাদক মামলার ৮ বছরের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পারকালিনগর মিলপাড়া গ্রামের আবু বক্করের ছেলে মোঃ আজিজুল ইসলাম।
র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অধিনায়ক মারুফুল আলম জানান, গত ২০২২ ইং সনে মাদক সরবরাহের অভিযোগে মাদকসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট হাতেনাতে ধৃত হয় এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় তার নামে একটি মাদক মামলা দায়ের হয়। বিজ্ঞ আদালত উক্ত আসামীকে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০৮ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। রায়ের পর থেকে আসামী পলাতক ছিল। এরই ধারাবাহিকতায় র্যাব-৫ এর একটি দল সোমবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন সুন্দরপর ইউনিয়নের মোল্লামোড় এলাকায় অভিযান পরিচালনা করে আজিজুল ইসলামকে গ্রেফতার করে।