ঢাকা
১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ৯:৩৩
logo
প্রকাশিত : মে ১৮, ২০২৫

ভেঙে ফেলা হতে পারে মিঠুনের বাড়ি!

অবৈধভাবে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে ভারতীয় সিনেমার দাপুটে অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে। মুম্বাইয়ের মালাড এলাকায় অনুমতি ছাড়াই ভবন নির্মাণের অভিযোগে নোটিশ পাঠিয়েছে বৃহন্মুম্বই পুরনিগম। এতে করে ভেঙে ফেলা হতে পারে এ তারকার বাড়ি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

পুরনিগম কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১০ মে শোকজ নোটিশ মিঠুনকে পাঠানো হয়। সাত দিনের মধ্যে নোটিশের উত্তর দিতে বলা হয়েছে। নোটিশে উল্লেখ রয়েছে, যদি সন্তোষজনক ব্যাখ্যা না দেওয়া হয়, তবে নির্মিত ওই ভবন ভেঙে ফেলা হবে। ভেঙে ফেলার খরচও মালিককে বহন করতে হবে। এমনকি আইনি পদক্ষেপ নেওয়া হতে পারেও বলে জানানো হয়েছে।

পুরনিগম সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, গত সপ্তাহে ওই এলাকার প্রায় ১৩০টি অবৈধ নির্মাণ চিহ্নিত করা হয়। এর মধ্যে কিছু বাংলো নকল নকশার ভিত্তিতে তৈরি করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। ৯ মে আশেপাশের এলাকায় ৯টি ভবন ভেঙে ফেলা হয়েছে। আগামী ৩১ মে’র মধ্যে সবকটি অবৈধ নির্মাণ গুঁড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছে বিএমসি।

অনুমতি ছাড়াই ভবন নির্মাণ করায় মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে মুম্বাই পৌরসভা আইন, ১৮৮৮-এর ধারা ৩৩৭, ৩৪২, ৩৪৭ ও ৩৫১ (১এ)-এর অধীনে শোকজ নোটিশ জারি করা হয়েছে। এছাড়া ৪৭৫এ ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত হলে আর্থিক জরিমানা এবং কারাদণ্ডের বিধানও রয়েছে।

অবৈধ ভবন নির্মাণের অভিযোগ অস্বীকার করেছেন মিঠুন চক্রবর্তী। গতকাল এ অভিনেতা বলেন, “আমার জমিতে কোনো অবৈধ নির্মাণ নেই। ওই এলাকার একাধিক ব্যক্তিকে এ ধরনের নোটিশ পাঠানো হয়েছে। আমাদের কাছে জবাব চাওয়া হয়েছে, বিস্তারিত জানিয়ে আমরা তা প্রস্তুত করছি।”

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram