অতুল পাল, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: বাউফলে প্রমত্তা তেঁতুলিয়া নদীর ভাঙন থেকে নাজিরপুর ইউনিয়নকে রক্ষার দাবি করে মানববন্ধন করেছেন তাঁতেরকাঠী-নাজিরপুর ইউনিয়নবাসী। আজ রবিবার বেলা ১১টায় তেঁতুলিয়া নদীর তীরবর্তী নিমদি ও তাতেঁরকাঠী এলাকায় ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী ওই মানববন্ধনে এলাকার নানা শ্রেণি পেশার শত শত মানুষ অংশগ্রহণ করেন। প্রমত্তা তেঁতুলিয়া নদীর করাল গ্রাস থেকে তাঁতেরকাঠী-নাজিরপুর ইউনিয়নকে রক্ষার জন্য প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে বক্তব্য রাখেন, মো. আরিফুল ইসলাম, অ্যাড মুজাহিদুল ইসলাম, এ.বি.এম মিজানুর রহমান, মো. শাহিন প্রমুখ।
বক্তরা বলেন, তাঁতেরকাঠী নাজিরপুর ইউনিয়নের নিমদী, কচুয়া, বড় ডালিমা গ্রামের অর্ধেকাংশ তেঁতুলিয়া নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়া সরকারি বিদ্যালয়, ঘরবাড়ি ও শত শত একর ফসলি জমি তেঁতুলিয়ায় গিলে খাচ্ছে। তারা দ্রুত পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানান।