এম.পলাশ শরীফ, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: রোড ম্যাপ ঘোষণা করে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেল ৫টায় মোরেলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে নব্বইরশী বাসস্ট্যান্ডে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন।
পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শহিদুল হক বাবুল। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল জব্বার মোল্লা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিএনপি নেতা আবজাল হোসেন জোমাদ্দার, অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন টুলু, মালয়েশিয়া বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন প্রমুখ। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপি'র যুগ্ন-আহবায়ক প্রভাষক ফকির রাসেল আল ইসলাম।
সভায় জেলা বিএনপি নেতা প্রধান অতিথি কাজী খায়রুজ্জামান শিপন বলেন, অনতিবিলম্বে নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করে গণতান্ত্রিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার আহবায়ন জানান অন্তবর্তীকালীন সরকারের প্রতি। পাশাপাশি তিনি আরও বলেন, দেশে একটি অস্থিতিশিল পরিবেশ, খুন, রাহাজানি, লুটতরাজ বিরাজ করছে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের বিকল্প নেই।