চৌগাছা (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় যশোরের চৌগাছায় উপজেলা জামায়াতে ইসলামী শান্তিপূর্ণভাবে শোকরানা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বিকেলে অনুষ্ঠিত এ মিছিলে অংশ নেন জামায়াতের আমির মাওলানা গোলাম মোর্শেদের নেতৃত্বে উপজেলা সেক্রেটারি জেনারেল মাওলানা মোঃ নুরুজ্জামান, সহকারী সেক্রেটারি জেনারেল মাস্টার মোঃ কামাল আহমেদ, সহকারী সেক্রেটারি মোঃ রহিদুল ইসলাম খাব, সহকারী সেক্রেটারি মাও: মোঃ গিয়াস উদ্দীন, পৌর জামায়াতের আমির মাও: আঃ খালেকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহরের প্রান কেন্দ্রে পুরাতব ভাস্কর্যের মোড়ে গিয়ে শেষ হয়। এরপর সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।
এ সময় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র, ন্যায়বিচার এবং ভোটাধিকার পুনরুদ্ধারে এ সিদ্ধান্ত একটি সময়োপযোগী পদক্ষেপ।