আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটায় আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে ৫ ইউপি সদস্যকে পুলিশ গ্রেপ্তার করেছে। আটককৃতরা সকলে দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য।
সোমবার (১২ মে) দুপুরে জনরোষের মুখে ইউনিয়ন পরিষদ ভবন থেকে তাদেরকে গ্রেপ্তার করে দেবহাটা থানা পুলিশ। তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্টতার বিভিন্ন অভিযোগ আছে এবং আটককৃত সকলে আওয়ামী লীগের বিভিন্ন কমিটির নেতা বলে জানা গেছে।
গ্রেপ্তারকৃত ইউপি সদস্যরা হলেন, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের ভাতশালা গ্রামের আব্দুল জলিল (৪২), নূর হোসেন ওরফে নূরা (৪০), টাউনশ্রীপুরের মাহবুবুর রহমান ওরফে বাবলু (৪৫), চরশ্রীপুরের কামাল হোসেন (৩৪) ও ঘলঘলিয়া গ্রামের শরিফুল ইসলাম (৪৫)।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান জানান, উল্লেখিত ইউপি সদস্যরা বিগত সরকারের শাসনামলে এলাকায় প্রভাব খাটিয়ে নানা অপকর্মে লিপ্ত ছিল। এমনকি বর্তমান সময়েও তারা আওয়ামী লীগের পক্ষে নানা তৎপরতায় জড়িত থাকায় জনসাধারন তাদের ওপর ক্ষুব্ধ ছিল। একাধিক অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে বলে ওসি জানান।
এছাড়া পুলিশের অপর এক অভিযানে আমির হোসেন মিঠু (৩৫) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের আকবর আলী গাজীর ছেলে এবং সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি।