সোহেল তালুকদার, শান্তিগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পূর্ব নির্ধারিত স্থানে দ্রুত নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন হয়েছে।
শনিবার সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ চত্বরে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহা সড়কে, সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা আয়োজনে, প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
মানববন্ধন কর্মসূচিতে ছাত্রদল নেতা মুফাসসির আহমেদ রিয়াদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন।
এ সময় আরও বক্তব্য দেন, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সলিব নুর বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফরিদুর রহমান ফরিদ, সুনামগঞ্জ জেলা জমিয়ত নেতা মাওলানা রমজান আলী, ব্যবসায়ী মো. ময়না মিয়া, আব্দুল লতিফ, ইছমতপাশা, জামির মিয়া, আঃকাইয়ূম,ওয়াকিব মিয়া, সালেহ আহমদ লিটান, ফরুখ মিয়া, আরজু মিয়া, আলম খান, নাজমুল হোসেন, আব্দুল ওজুদ, শহিদ মিয়া, মাফি মিয়া, মনসুর মিয়া, মূরশেদ আহমদ রূদয়, নাঈমুর রহমান রেজুয়ান, তপু ইসলাম ইমন, মিছবাহ আহমদ, তকিন, মাহিন, মাহি, বাহরিয়া, জাহেদ সহ প্রমূখ।