বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে রাস্তার পাশে ব্রিজের নিচে পরিত্যক্ত অবস্থায় ৮৪ প্যাকেট মাংস উদ্ধার করা হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে এক নজর দেখার জন্য ভিড় করেন শত শত উৎসুক স্থানীয় জনতা।
বৃহস্পতিবার (৮ মে) সকাল ৯টার দিকে উপজেলার আধাইপুর ইউপির বিষ্ণপুর ব্রিজের নিচ থেকে এসব মাংসের টুকরো পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয়। তবে প্যাকেটের মধ্য মাংস গুলো কীসের, তা এখনো জানা সম্ভব হয়নি। এ নিয়ে স্থানীয়দের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। এ ঘটনায় উপজেলার সর্বত্র চলছে নানা আলোচনা সমালোচনা। সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে মাংসের প্যাকেট দেখার জন্য উৎসুক জনতা এসে ভিড় করছেন এই বিষ্ণপুর ব্রিজ এলাকায়।
স্থানীয়রা জানায়, উপজেলার বদলগাছী-ভান্ডারপুর-আক্কেলপুর সড়কের জিয়াশিমুলিয়া নামক এলাকার বিষ্ণপুর ব্রিজের নিচে মাংসের প্যাকেট পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। স্থানীয়রা দেখে থানা পুলিশে সংবাদ দেয়। বদলগাছী পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। মাংসগুলো প্যাকেট অবস্থায় ছিল। স্থানীয় লোকজন অনেকে ধারণা করছেন, এই মাংস গুলো হয়তো গরু-ছাগল-কিংবা ঘোড়ার হতে পারে-কেউ কেউ আবার এই মাংস গুলো রহস্যজনক বলেও ধারণা করছেন।
তবে পলিথিনে মোড়ানো প্যাকেটে এই মাংস কিসের মাংস, তা এখনো বলা যাচ্ছে না। পরীক্ষা শেষে হয়তো বলা যাবে মাংস গুলো কিসের।
বদলগাছী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম জানান, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে উদ্ধারের প্রক্রিয়া চলছে। তবে প্যাকেটে কীসের মাংস, তা বলা সম্ভব না। পরীক্ষার পর বলা যাবে।’