ঢাকা
৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ৯:৫৩
logo
প্রকাশিত : মে ৮, ২০২৫

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাসঙ্গিকতা চিরন্তন: মানবতা থাকবে, তিনি থাকবেন

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্ম কখনই সময়ের সীমানায় আবদ্ধ নয়। তিনি মানুষের মন, সমাজ ও সংস্কৃতিকে গভীরভাবে উপলব্ধি করে তার সাহিত্যে ফুটিয়ে তুলেছেন, তাই যতদিন মানবতা থাকবে, ততদিন তার প্রাসঙ্গিকতা অম্লান থাকবে।

৮ মে (২৫ বৈশাখ) বৃহস্পতিবার সন্ধ্যায় তিন দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি। তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বাংলা সাহিত্য নয়, বিশ্বসাহিত্যেও এক অনন্য নাম। তার কবিতা, গল্প, উপন্যাস ও নাটক আজও মানুষের হৃদয় স্পর্শ করে।

নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম। আলোচক হিসেবে অংশ নেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ, বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো: বেলাল হোসেন এবং নওগাঁ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আলম।

স্বাগত বক্তব্য রাখেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন। এছাড়াও মনিয়ারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম ফারুক বখস্। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ সোহেল রানা, আত্রাই উপজেলা বিএনপির সভাপতি এস এম রেজাউল ইসলাম রেজু, সাধারণ সম্পাদক মোঃ তসলিম উদ্দিন, আত্রাই উপজেলা জামায়াতের আমীর মোঃ আসাদুল্লাহ আল গালির প্রমুখ।

অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত, কবিতা পাঠ, নাট্য মঞ্চায়ন ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram