কুমিল্লার দাউদকান্দিতে খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) উপজেলা পৌরবাজার এলাকার খাদ্য গুদামে দুপুর সাড়ে ১২টায় এ বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক নাইমা ইসলাম।
খাদ্য ঘাটতি কমাতে দেশের কৃষকদের ন্যায্য মূল্য দিতে অন্তর্বর্তীকালীন সরকারের কৃষি মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে সারাদেশে এ কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের সাথে সম্পর্ক উন্নয়ন ও ধান সংগ্রহ উৎসাহিত করার পরিকল্পনা হাতে নিয়েছে। এরই ধারাবাহিকতায় দাউদকান্দিতে এই কর্মসূচির আওতায় কালাইরকান্দি শহীদ মিয়ার থেকে ৩৬ টাকা কেজি ধরে ৩টন ধান যার মূল্য ১ লাখ ৮ হাজার দিয়ে সংগ্রহ করেছেন উপজেলা খাদ্য গুদাম অফিস।
এছাড়া ধান চাল উদ্বোধন কর্মসূচি শেষে স্থানীয় সাংবাদিকদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাইমা ইসলাম জানান, "দাউদকান্দিতে চলতি বছরে বিভিন্ন প্রজাতির ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ৪ শত ৯২ মেট্রিকটন নির্ধারণ করা হয়েছে। আমরা ইতিমধ্যে প্রচার প্রচারণার মাধ্যমে কৃষকদের কাছে এ খবর পৌঁছে দিয়েছি। সকল কৃষকদের তালিকা আমরা হাতে পেয়েছি। কৃষকদের থেকে সরাসরি এই ধান সংগ্রহ কর্মসূচি চলমান প্রক্রিয়ায় ৮ মে থেকে শুরু হয়ে ৩১ আগষ্ট পর্যন্ত ধান সংগ্রহ করা হবে।"
এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা (খাদ্য) মো. শাহাদাৎ হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এসএম জাহাঙ্গীর সুমন।