পীরগঞ্জ (ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৪টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ অধিদপ্তরের আয়োজনে এই সব ঢেউটিন বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, উপজেলা প্রকল্প কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল ও সাধারণ সম্পাদক নসরতে খোদা রানাসহ আরো অনেকে।
উপজেলা প্রকল্প কর্মকর্তা তরিকুল ইসলাম জানায়, সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে পরিবার প্রতি এক ব্যান্ডের ঢেউটিন ও পরবর্তীতে তিন হাজার টাকা করে প্রদান হবে।