গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে মাটি কেটে কাঁচা সড়ক সংস্কার করে বাংলা নববর্ষ উদযাপন করেছে নেতা-কর্মীরা। কাঁচা সড়কটি বেহাল থাকায় রামগোপালপুর ইউনিয়ন সহ আশেপাশের দশটি গ্রামের মানুষের চলাচলে দুর্ভোগ পোহাতে হতো।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আহাম্মদ তায়েবুর রহমান হিরণের নেতৃত্বে বিএনপি নেতা-কর্মীরা সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত রামগোপালপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে অর্ধ কিলোমিটার কাঁচা সড়ক মাটি কেটে সংস্কার করে চলাচলের উপযোগী করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গৌরীপুর থেকে রামগোপালপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রাম হয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের সাথে সংযোগকারী সড়কটি আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্ত সড়কটি রামগোপালপুর মধ্যপাড়া এলাকায় অর্ধকিলোমিটার অংশ কাঁচা অংশ খানাখন্দক থাকায় চলাচলে দুর্ভোগ পোহাতে হতো।
কাঁচা সড়কটি হয়ে শুকনো মৌসুমে কোনো রকম চলাচল করা গেলেও বর্ষাকালে সড়কটুকু কাদা-পানিতে একাকার হয়ে যেত। এতে দুর্ভোগ পোহাতে হতো স্কুল-কলেজের শিক্ষার্থী সহ রামগোপালপুর ইউনিয়ন গাওরামগোপালপুর, নওয়াগাও, ধরুয়া, তেরোশিরা, পাচাশি, রামনাথপুর, মধ্যপাড়া, পুম্বাইল সহ সহ দশ গ্রামের মানুষের। কাঁচা অংশ সড়কটুকু পাকাকরণের জন্য গ্রামের বাসিন্দরা দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে দাবি জানিয়ে আসছিলো। কিন্ত তাদের দাবি পূরণ হয়নি।
সম্প্রতি কাঁচা সড়কের চলাচলে গ্রামবাসীর দুর্ভোগের বিষয়টি জানতে পারেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণ। তিনি বাংলা নববর্ষের প্রথম দিন সোমবার সকাল থেকে দলীয় নেতা-কর্মীদের নিয়ে মধ্যপাড়া গ্রাম থেকে মাটি কেটে কাঁচা সড়কের সংস্কার কাজ শুরু হয়। এসময় গ্রামবাসীরাও স্বেচ্ছায় মাটি কাটার কাজে যোগ দেয় বিএনপি নেতা-কর্মীদের সাথে। বিকাল পর্যন্ত বিএনপি নেতা-কর্মীরা মাটি কেটে সড়কটি সংস্কার করেন। পরে সড়কের কিছু অংশে মাটি কমতি পড়ায় বিএনপি নেতারা নিজেরাই অর্থ সংগ্রহ করে লড়ি ভর্তি মাটি এনে সড়কের গর্তে ফেলেন।
স্থানীয় বাসিন্দা মোস্তাফিজুর রহমান হানিফ বলেন, গুরুত্বপূর্ণ সড়কটির দুপাশের পাকা থাকলেও একটি অংশে প্রায় অর্ধ কিলোমিটার সড়ক কাঁচা থাকায় আমাদের দুর্ভোগ পোহাতে হতো। বিষয়টি হিরণ ভাইয়ের নজরে আনার পর তিনি দলীয় নেতা-কর্মীদের নিয়ে পহেলা বৈশাখে মাটি কেটে রাস্তাটি সংস্কার করে দিয়েছেন। এতে আমরা দশ গ্রামের মানুষ আনন্দিত।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আহাম্মদ তায়েবুর রহমান হিরণ বলেন, বিএনপি সবসময় মানুষের কল্যাণে কাজ করে। সেই ধারাবাহিকতায় নববর্ষের প্রথম দিন আমরা সবাই মিলেমিশে স্বেচ্ছাশ্রমে মাটি কেটে গ্রামের রাস্তাটি সংস্কার করেছি। কিছু টাকার মাটি ফেলতে হয়েছিল সেটাও আমরা নিজ খরচেই করেছি। প্রশাসনের কাছে দাবি থাকবে দ্রুত যেন এই সড়কের কাঁচা অংশটুকু পাকাকরণ করা হয়। এছাড়াও আমরা উপজেলার দশটি ইউনিয়নের আরো দশটি বেহাল সড়ক স্বেচ্ছাশ্রমে সংস্কার করবো।
উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান বলেন, আমরা সংস্কার করা রাস্তা পরিদর্শন করে দ্রুত পাকাকরণের উদ্যোগ নেব।