নির্বাচন কমিশন ভবনের সামনে জড়ো হয়ে অবিলম্বে নির্বাচন কমিশন পুনর্গঠন এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আন্দোলন করছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীরা। এই প্রসঙ্গে বুধবার নির্বাচন ভবনে সভা শেষে এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ‘কোন নির্বাচন আগে হবে এবং কোন নির্বাচন পরে হবে এটাতো নির্বাচন কমিশনের হাতে নাই। সরকারই সিদ্ধান্ত নিবেন কোন নির্বাচনে আগে হবে। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে নির্বাচনটা অনুষ্ঠিত করা।’
মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ‘রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আমরা কোনো মতামত দিতে চাই না। নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছে এবং নিরপেক্ষভাবে কাজ করে যাবে।’
এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাকের গেজেটের বিষয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে পক্ষভুক্ত হওয়ার নজির নেই বলেও জানান ইসি।