শেখ দীন মাহমুদ, পাইকগাছা (খুলনা) : খুলনার পাইকগাছা পৌরসভার সাবেক মেয়র সেলিম জাহাঙ্গীরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারী করেছে স্থানীয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এর আগে তার বিরুদ্ধে দায়ের হওয়া একটি মামলায় আপোষ-মিমাংশার শর্তে জামিন নিয়ে আপোষ না করে ও আদালতে উপস্থিত না হওয়ায় আদালত তার বিরুদ্ধে ঐ গ্রেপ্তারী পরোয়ানা জারী করেন।
মামলার বাদী মুজিবর রহমান জানান, ২০২৩ সালে পাইকগাছা পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর ও তার সহযোগী আক্তার গোলদার গংরা তার পৌরসভাধীন সরল বাজারস্থ জমিতে বেআইনি ভাবে দলবদ্ধ হয়ে ঢুকে সেখানকার নির্মাণাধীন স্থাপনার ক্ষতিসাধনপূর্বক শেখ রাসেল স্মৃতি সংসদের ঘর নির্মাণ করে। এছাড়া তারা তার মজুতকৃত নির্মাণ সামগ্রী ইট, বালি, খোঁয়া লুট করে। প্রতিবাদ করায় তারা তাকে খুন-জখমের ভয়ভীতি দেখায়।
ঐ ঘটনায় মুজিবর রহমান বাদী পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন। যার নম্বর সিআর ৮২৬/২৩। আদালত মামলাটি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য সিআইডি, খুলনাকে প্রেরন করেন। তদন্ত শেষে সিআইডি, খুলনা মামলার অভিযোগ সত্য মর্মে তদন্ত রিপোর্ট দাখিল করেন। অতঃপর আদালত আসামীদের বিরুদ্ধে সমন জারী করেন। সমন পেয়ে সাবেক মেয়র ও তার সহযোগীরা বাদীর সাথে আপোষ নিষ্পত্তি করবেন মর্মে গত ২৪ ডিসেম্বর ২৪’ জামিন নেন।
এদিকে জামিনের পর মেয়র সেলিম জাহাঙ্গীর বাদীর সাথে কোন প্রকার আপোষ না করে উপরন্তু গত বৃহস্পতিবার মামলার ধার্য্য দিনে আদালতে হাজির না হওয়ায় আদালত মেয়র সেলিম জাহাঙ্গীরের জামিন বাতিলপূর্বক গ্রেপ্তারি পরোয়ানা জারী করেন।
মামলায় বাদী পক্ষের আইনজীবি এ্যাড. এফ,এম,এ রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।