ঢাকা
৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১:০৮
logo
প্রকাশিত : মার্চ ১১, ২০২৫

বান্দরবানে পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা

১১ ই মার্চ মঙ্গলবার  পুলিশ অফিস কনফারেন্স রুম বান্দরবান ফেব্রুয়ারি ২০২৫  মাসের বান্দরবান পার্বত্য জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।  সভায় সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) মহোদয়। সভায় পুলিশ সুপার বান্দরবান পার্বত্য জেলার সার্বিক আইন শৃঙ্খলা এবং অপরাধ নিয়ন্ত্রণের দিকনির্দেশনা প্রদান করেন ।

পুলিশ সুপার বলেন, বান্দরবান পার্বত্য জেলার ৭ টি থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা জন্য থানার অফিসার ইনচার্জ, পুলিশ ফাঁড়ির ইনচার্জ, তদন্ত কেন্দ্রের ইনচার্জ, পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা এবং ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে। 

স্থায়ী জনগণের সাথে সুসম্পর্ক স্থাপনের মাধ্যমে জনবান্ধব পুলিশ গঠন করে জনগণের সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি বান্দরবান জেলায় দর্শনার্থী পর্যটকদের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে হবে। এছাড়াও পুলিশ সুপার আরোও বলেন- পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষ্যে সড়কপথে পরিবহনে চাঁদাবাজি, অতিরিক্ত ভাড়া না নেয়া সে বিষয়ে মোবাইল এবং টহল পাটি আরো জোরদার করার নির্দেশ প্রদান করেন। সর্বোপরি সমগ্র জেলায় সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পুলিশের দ্বারা সাধারণ জনগণ যেন হয়রানির স্বীকার না হয় সে বিষয়টি অবশ্যই নিশ্চিত করতে হবে।

সভায় পুলিশ সুপার ভালো কাজের জন্য বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার প্রদান করেন।

এসময় বান্দরবান জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram