ঢাকা
৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ২:৫৮
logo
প্রকাশিত : মার্চ ৫, ২০২৫

ধূমপান নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের সমর্থন জানিয়ে যা বললেন চমক

প্রকাশ্যে ধূমপান প্রসঙ্গে সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর বক্তব্যের পর একশ্রেণির মানুষ তার অপসারণ চেয়ে রাজধানীতে বিক্ষোভ করেন। এ সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের আহ্বান জানান। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমেও কেউ কেউ স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের সমর্থন করেছেন, আবার কেউ কেউ সমালোচনাও করেছেন।

এবার স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের সমর্থনে যোগ দিলেন বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। তিনি বলেন, সিগারেট নারী-পুরুষ দুজনের শরীরের জন্যই ক্ষতিকর। তাই সবারই উচিত ধূমপান থেকে বিরত থাকা।

গতকাল মঙ্গলবার (৪ মার্চ) বিকালে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে রুকাইয়া জাহান চমক লিখেছেন— সিগারেট একটি নারীর শরীরের জন্য যতটুকু ক্ষতিকর, পুরুষের শরীরের জন্যও ঠিক ততটুকুই ক্ষতিকর । নারী-পুরুষ সবাই ধূমপান করা থেকে বিরত থাকুন।

চমকের এই পোস্টের সঙ্গে অনেকেই একমত পোষণ করেছেন। আবার কেউ কেউ কটাক্ষও করেছেন। তবে অভিনেত্রীকে নেটিজেনদের মন্তব্যের কোনো প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) তথ্যানুযায়ী, যে কোনো প্রকার তামাকই প্রাণঘাতী। ধোঁয়াযুক্ত তামাকজাত দ্রব্যে প্রায় সাত হাজারের ওপর রাসায়নিক পদার্থ থাকে। এর মধ্যে কমপক্ষে ২৫০টির মতো রাসায়নিক পদার্থ বিষাক্ত ও ক্যানসারের কারণ হিসেবে পরিচিত। ধোঁয়াবিহীন তামাকজাত দ্রব্য ব্যবহারের ফলেও মারাত্মক স্বাস্থ্য সমস্যা ঘটতে পারে। কখনো কখনো তা প্রাণঘাতীও হতে পারে। পরোক্ষ ধূমপানও মৃত্যুসহ স্বাস্থ্যের জন্য নানা ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

ডব্লিউএইচও আরও জানায়, প্রচলিত তামাকজাত দ্রব্যের মতোই নতুন ধরনের তামাকজাত দ্রব্যগুলোতেও একই ধরনের রাসায়নিক পদার্থ থাকে। যেসব ব্যক্তি জীবনভর ধূমপান করেন, তারা গড়ে কমপক্ষে ১০ বছর কম বাঁচেন। বিশ্বব্যাপী, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তামাক সেবনের ফলে, প্রতি ৪ সেকেন্ডে একজন এবং প্রতিদিন ২২ হাজার জনের অধিক মানুষ মারা যায়। তামাক ব্যবহারের ফলে মানুষের শরীরের প্রায় সব অঙ্গই ক্ষতিগ্রস্ত হয়।

উল্লেখ্য, সম্প্রতি প্রকাশ্যে ধূমপান প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী (অব) বলেছেন, রাস্তায় পুরুষ কিংবা নারী কারোরই সিগারেট খাওয়া উচিত নয়। রোজার সম্মানে বাইরে কোনো খাবার খাওয়াই উচিত নয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram