ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে অপারেশন ডেভিল হান্টে পুলিশের বিশেষ অভিযানের রাজনৈতিক মামলায় দুইজন, মাদক, জুয়া, ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১৮ জনকে আটক করেছে ইসলামপুর থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, রবিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে রাজনৈতিক মামলায় এজহারনামীয় আসামি পৌর শহরের দক্ষিণ কিংজাল্লা গ্রামের মৃত অমেজ উদ্দিনের ছেলে ইসলামপুর পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রহিম উদ্দিন (৫৪) এবং চরগোয়ালীনি ইউনিয়নের কান্দার ভাটিপাড়া গ্রামের আনসার আলীর ছেলে চরগোয়ালীনি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক (৪৬) কে আটক করা হয়।
এছাড়াও একই দিন বিশেষ অভিযানে পৌর শহরের ৭নং ওয়ার্ডসহ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালিত করে থানা পুলিশ মাদক, জুয়া, ওয়ারেন্টভুক্ত আসামিসহ আরও ১৬ জনকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান, ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে গেল রাতে উপজেলার বিভিন্ন রাজনৈতিক মামলায় ২ জন, ২২ পিস ইয়াবাসহ ১ জন, মাদক সেবনের জন্য ২ জন, জুয়া খেলার অপরাধে ১২ জন, এছাড়াও জিআর ওয়ারেন্ট ১ জনসহ মোট ১৮ জনকে আটক করা হয়। আটককৃতদের সোমবার দুপুরে বিভিন্ন মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।