ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলার যমুনার দূর্গম এলাকা মন্নিয়াচর থেকে একটি আগ্নেয়াস্ত্র ও পাঁচ রাউন্ড গুলিসহ চাঁন মিয়া (৪৩) নামে এক ডাকাতকে আটক করেছে ইসলামপুর থানা পুলিশ।
বুধবার দুপুরে ইসলামপুর থানা কম্পাউন্ডে প্রেস ব্রিফিং এ ইসলামপুর থানা অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার দূর্গম চরাঞ্চল বেলগাছা ইউনিয়নের মন্নিয়াচর বাজার থেকে ডাকাতি প্রস্তুতির সময় আজিজের দোকানের পেছনে থেকে ১টি দেশীয় পাইপগান, ৫ রাউন্ড গুলিসহ চাঁন মিয়া (৪৩) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত চাঁন মিয়া মন্নিয়াচর পশ্চিম পাড়া গ্রামের মৃত বাহাজ উদ্দিনের ছেলে। এছাড়াও অভিযানের সময় ১টি রামদা, ১টি ডেগার, ১টি চাপাতি, ১টি দা, ১টি শাবল ও ১টি টেটাও উদ্ধার করা হয়।
ওসি সাইফুল্লাহ সাইফ আরও জানান, ডাকাতি প্রস্তুতির ঘটনায় আটককৃত চাঁন মিয়াসহ এজহার নামীয় ৫ জনসহ অজ্ঞাতনামা ১০/১৫ ডাকাতের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।