খালেদ রায়হান, চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশে দীর্ঘদিন থেকে পৌরসভার সব ধরনের সনদের জাল সনদ তৈরি করে বিক্রি করা 'মিনি পৌরসভা" নামে আলোচিত সেই দোকানে অভিযান চালিয়ে মালিককে আটক করা হয়েছে। এসময় দোকানের কম্পিউটার, হার্ডডিস্ক ও বিভিন্ন ধরনের জাল সনদ জব্দ করে দোকান সিলগালা করা হয়েছে।
আটক দোকান মালিক মোহাম্মদ ওসমান স্থানীয় আওয়ামী লীগ নেতা।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) দুপুরে দোহাজারী পৌর এলাকার সিটি সেন্টারে ওসামান মোবাইল সিটি নামক দোকানে অভিযান অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।
সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোম্যাসি চাকমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে দোকানে অভিযান চালিয়ে দেখা যায় পৌরসভায় যে সনদ গুলো পাওয়া যায় সে সকল ধরনের জাল সনদ তৈরি করে সিল দিয়ে বিক্রি করা হচ্ছে, পৌরসভা অফিস উর্ধতন কতৃপক্ষের অনুমতি ছাড়া জন্ম নিবন্ধন সনদ সংশোধন করতে পারেনা কিন্তু তারা প্রক্সি সার্ভার দিয়ে অন্য এলাকার ঠিকানা দিয়ে সংশোধন করে দিচ্ছে। জন্ম ও মৃত্যু সনদ, জাতীয়তা সনদ সহ বিভিন্ন জালিয়াতির প্রমাণ মিলেছে। আটক সাইমুনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান।