গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ডেভিল হান্ট অভিযানে তিন আওয়ামী লীগ, দুই যুবলীগ ও দুই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে গৌরীপুর থানা পুলিশ। গত এক সপ্তাহে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের সবাইকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গৌরীপুর থানা সূত্রে জানা যায়, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে গৌরীপুর থানা পুলিশ সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার সহনটি ইউনিয়ন যুবলীগের সভাপতি শাসুল হককে পাছার বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেফতার করে। গত ১২ ফেব্রুয়ারি উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক আহমেদকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। এছাড়াও অভিযান চলাকালে মঙ্গলবার রাতে উপজেলার ডৌহাখলা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম হৃদয় ও ডৌহাখলা ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল মিয়াকে, সোমবার রাতে উপজেলার মাওহা ইউনিয়ন আওয়ামী লীগের একাধিকবারের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান খসরুজ্জামান বাবুলকে ভুটিয়ারকোনা বাজার থেকে, ডৌহাখলা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ফয়সাল আহমেদকে গাজীপুর বাজার থেকে এবং রবিবার রাতে অচিন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীনকে গাগলা নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
গৌরীপুর থানার ওসি মীর্জা মাযহারুল আনোয়ার জানান, ডেভিল হান্ট অভিযানে ৩জন আওয়ামী লীগ, ২জন যুবলীগ ও ২জন ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। ডেভিল হান্ট অভিযান অব্যাহত আছে, কোথাও কোন বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের তাৎক্ষণিক গ্রেফতার করা হবে।