চৌগাছা (যশোর)প্রতিনিধি: যশোরের চৌগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়েছে। শনিবার রাতে উপজেলার কমলাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
থানা সূত্র জানিয়েছে, গোপন সংবাদের মাধ্যমে থানা পুলিশ জানতে পারে একজন মাদক ব্যবসায়ী গাঁজার একটি চালান বিক্রির উদ্দেশ্যে অন্যত্র নিয়ে যাবার প্রস্তুতি নিচ্ছিল। এ সংবাদে থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেনের নেতৃত্বে এসআই মেহেদী হাসান মারুফসহ সঙ্গীয় পুলিশ ফোর্স কমলাপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় আশিক আহম্মেদ (২৪) নামের এক যুবককে আটক করতে সক্ষম হয়। একই সাথে আটককৃত ওই যুবকের নিকট থেকে ১ কেজি গাজা উদ্ধার করে। আটককৃত যুবক উপজেলার ছোট কাকুড়িয়া গ্রামের আহম্মেদ আলীর ছেলে। সংশ্লিষ্ট থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। মামলা নং-১০। তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন জানান, মাদকের সাথে থানা পুলিশের কোন আপষ নাই। মাদকের মূল হোতাদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত থাকবে। আটককৃতকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ সময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।