ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ডেভিল হান্ড অভিযানের অংশ হিসেবে জামালপুরের ইসলামপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শাহ আলম ডাবলু ও শ্রী কাজল চন্দ্র মৃধা নামে দুইজনকে আটক করেছে।
জানা গেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশের ন্যায় ইসলামপুর থানা আইনশৃঙ্খলা বাহিনী রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রাতে পৌর শহরের মৌজাজাল্লাহ গ্রামের ভানু চন্দ্র মৃধার ছেলে সক্রিয় আওয়ামী লীগের কর্মী শ্রী কাজল চন্দ্র মৃধা (৪৫) ও ভোরে নোয়ারপাড়া অভিযান চালিয়ে নোয়ারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারতাপাড়া গ্রামের শাহ আলম ডাবলু (৩৫) কে আটক করে।
এ ব্যাপারে ইসলামপুর থানা অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের নাশকতা ও সন্ত্রাস বিরোধী আইনে আদালতে প্রেরণ করা হয়েছে।