ঢাকা
১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ৯:৪৫
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ৮, ২০২৫

বিপিএলে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ায় বরিশাল জুড়ে আনন্দ উল্লাস

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: চিটাগাং কিংসকে হারিয়ে বিপিএল টানা দ্বিতীয়বার এর মত চ্যাম্পিয়ন শিরোপা জিতেছে ফরচুন বরিশাল।  ফরচুন বরিশালের এই বিজয়ে বাঁধভাঙা উল্লাসে মেতেছে বরিশালবাসী।  শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে শ্বাসরুদ্ধকর বিপিএল ফাইনাল খেলা শেষ হতেই তরুণ-তরুণীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উল্লাসে রাস্তায় নেমে আসেন এবং আনন্দ মিছিল করেন। 

প্রধান প্রধান সড়কগুলো ছাড়াও ‘বরিশাল, বরিশাল’ স্লোগানে বরিশাল নগরের অলিগলি মুখরিত হয়ে ওঠে। অনেক জায়গায় আতশবাজি-পটকা ফুটিয়ে বিজয়ের উল্লাস করা হয়। কেউ কেউ আবার মোটরসাইকেল বহর নিয়েও করেছেন উল্লাস।

এছাড়া ফাইনাল খেলা উপলক্ষে নগরীর প্রায় সিংহভাগ পাড়া, মহল্লায় ভুরি ভোজেরও আয়োজন ছিল। এছাড়াও নগরীর বিভিন্ন এলাকায় বাজি ফুটিয়ে আনন্দ প্রকাশ করেছেন ক্রীড়াপ্রেমীরা।

গতবারের ফাইনালে তামিম ইকবাল ও কাইল মায়ার্সের ব্যাটে ভর করে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে শিরোপা জিতেছিল ফরচুন বরিশাল। যার পুনরাবৃত্তি হলো এবারও। সেই তামিম ও মায়ার্সের ব্যাটেই টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন হলো বরিশাল। তবে এবার প্রতিপক্ষ ভিন্ন। ২০২৪/২৫ বিপিএলের ফাইনালে চিটাগাংকে ৩ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে বরিশাল। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার আগে ব্যাট করে ৩ উইকেটে ১৯৪ রান করে চিটাগাং। জবাবে ৭ উইকেট হারিয়ে ৩ বল হাতে রেখে জয় পায় বরিশাল। এদিকে দ্বিতীয়বারের মত ফরচুন বরিশালের বিজয়ে আনন্দ উল্লাস বইছে বরিশালে। শুক্রবার নগরের বিনোদনকেন্দ্রসহ পাড়া মহল্লায় প্রজেক্টরের মাধ্যমে খেলা দেখেন বরিশালবাসী। বিজয়ের খবরে ঢোল ও বাদ্যযন্ত্র নিয়ে নগরীর সড়কে উল্লাস করেন মানুষ। এ সময় শতাধিক ট্রাক মিছিল নিয়ে নগর ঘুরেছেন যুবকরা। নির্বিঘ্নে খেলা উপভোগের জন্য নগরীর গুরুত্বপূর্ণ মোড়, বিনোদনকেন্দ্রসহ পাড়া মহল্লায় বসানো হয়েছে বড় পর্দা। পাশাপাশি রাতে বনভোজন ও খিচুরি পার্টির আয়োজন করা হয়। নগরী ঘুরে দেখা যায়, বিবির পুকুর পাড়, বেলস্ পার্ক, নতুন বাজার, টেম্পু স্টান্ড, জিলা স্কুল মোড়, ব্রজমোহন কলেজ, বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজসহ পাড়া মহল্লায় বড় পর্দায় খেলা দেখেছে নগরবাসী।

নগরীর ক্রিকেটার ভক্ত সাব্বির বলেন, ফরচুন বরিশালের এই দ্বিতীয় বিজয় এ অঞ্চলকে নতুনভাবে পরিচয় করিয়ে দিল। ঐতিহ্যের এ নগরী ক্রীড়াঙ্গনে উজ্বল দৃষ্টান্ত স্থাপনের এ ধারাবাহিকতা বজায় থাকুক। প্রতিযোগিতামূলক চমৎকার এ খেলায় বরিশালের বিজয়ে আমরা আনন্দিত। খেলা উপলক্ষ্যে পিকনিক-আলোকসজ্জা করে দিনটি আনন্দে পার করেছি। শেষ সময়ে ফরচুন বরিশালের বিজয়ে সেই আনন্দ বহুগুণ বেড়ে গেছে।

এদিকে খেলা উপভোগকে কেন্দ্র করে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরীতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের একাধিক টিম টহল দিয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram