কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশ ধর্ষণ মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ওই আসামির নাম আলমগীর কবির (৪৫)। তিনি উপজেলার কালিকাপুর গ্রামের শাহজামালের পুত্র। পেশায় তিনি ফ্লেক্সিলোড ব্যবসায়ী।
কাজিপুর থানায় করা বাদীর মামলা সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় আসামি আলমগীর কবির মোবাইল ফোনে ফ্লেক্সিলোড দেবার কথা বলে মামলার বাদী একই এলাকার আসমা খাতুন (২২) কে নিজের মোটরসাইকেলে তুলে নেন। এরপর নিজের দোকানের দিকে না গিয়ে দূরে একটা ভুট্টাক্ষেতে নিয়ে গিয়ে বাদীকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। গত ১১ মার্চ আসমা খাতুন বাদী হয়ে ধর্ষক আলমগীর কবিরকে আসামি করে কাজিপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমণ আইনে একটি মামলা দায়ের করেন। ধর্ষণের ঘটনা কাউকে বললে প্রাণে মেরে ফেলার হুমকী প্রদান করা হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
মামলার দায়েরের পর থেকে আলমগীর কবির পলাতক ছিলেন। পরে গত সোমবার তথ্য প্রযুক্তি ও র্যাব-১১ এবং সিপিসি-২ এর সহায়তার কুমিল্লা জেলার বড়ুরা উপজেলার ভিমরুল এলাকা হতে আসামিকে গ্রেপ্তার করে নিয়ে আসেন মামলার তদন্ত কর্মকর্তা কাজিপুর থানার অন্তর্গত নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির এসআই খন্দকার আতিকুর রহমান।
কাজিপুর থানার ওসি নূরে আলম জানান, আটক আলমগীরকে মঙ্গলবার সিরাজগঞ্জে কোর্টে প্রেরণ করলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তার জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছে।