টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন, গুজবকে কখনো দাবানল হতে দেবেন না। গুজব রুখতে সাংবাদিকদের দায়বদ্ধতা রয়েছে। আশা করবো সেই দায়বদ্ধতার জায়গায় থেকে আপনারা দায়িত্বশীল সাংবাদিকতা করবেন। আমরা যেন সবাই মিলে এক সাথে শান্তিপূর্ণ সহবস্থান করতে পারি, এটাই হচ্ছে আমাদের একমাত্র চাওয়া।
মঙ্গলবার বিকেলে মির্জাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ক্যান্সার আক্রান্তদের মাঝে নগদ চেক ও যুব মহিলাদের মাঝে সেলাই মেশিন ও হুইল চেয়ার, শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও এতিম শিশুদের মাঝে পোষাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক শরীফা হক বলেন, উন্নত এবং কল্যাণ রাষ্ট্র এক নয়। উন্নত রাষ্ট্র হলেই যে কল্যাণ রাষ্ট্র হবে তা কিন্ত নয়। আমরা বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলতে কাজ করে যাচ্ছি।
২০২৪-২০২৫ অর্থ বছরে এডিপি (রাজস্ব) এর আওতায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ে উদ্যোগে অর্থ ও বিভিন্ন সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম আরিফুল ইসলামের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার মোবারক হোসেন প্রমুখ। পরে জেলা প্রশাসক শরীফা হক উপজেলা পরিষদ চত্বরে ব্যডমিন্টন খেলার কোর্ট উদ্বোধন করেন।