কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আনুষ্ঠানিক ভাবে যোদ্ধাদের হাতে চেক তুলে দেয়া হয়।
গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় কর্তৃক বাছাইকৃত জুলাই যোদ্ধা শহীদ পরিবারের সঞ্চয়পত্র এবং সি ক্যাটাগরির ১৮ জন জুলাই যোদ্ধাদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিক ভাবে উপস্থিত ১৫ জন যোদ্ধাদের মাঝে ১ লাখ টাকা করে চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আশরাফ উল্লাহ, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, কাপাসিয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও জুলাই আন্দোলনের যোদ্ধা শামীমা চৌধুরী শিমু প্রমুখ।