ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে দুঃস্থ ও অসহায় ৫২ জন নারীর মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করেছে ফকিরহাট উপজেলা পরিষদ। বৃহস্পতিবার বিকালে ফকিরহাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ৫২ জন প্রশিক্ষিত দুঃস্থ ও অসহায় নারী এ সহায়তা পেয়েছেন।
উপজেলা উন্নয়ন তহবিলের (ইউডিএফ) অর্থায়নে ২০২৪-২০২৪ অর্থবছরে গৃহীত প্রকল্প হতে বৃহস্পতিবার বিকাল ৩ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ৫২ জন প্রশিক্ষিত দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহানের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী প্রকৌশলী আজিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিককবৃন্দ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।