হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার মাধবপুর থেকে ৬০ কেজি গাঁজাসহ জুয়েল মিয়া (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। জুয়েল জেলার মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের আউশ মিয়ার ছেলে।
বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে এসব তথ্য দেন হবিগঞ্জ ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর। এর আগে, সকালে উপজেলার ধর্মঘর ইউনিয়নের গন্ধরাবপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি নন্দন কান্তি ধর বলেন, ভারত থেকে গাঁজা নিয়ে আসার সময় একদল মাদক পাচারকারীকে ধাওয়া করে ডিবি সদস্যরা। এ সময় বাকিরা পালিয়ে গেলেও আটক হন জুয়েল মিয়া। অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা। জুয়েলের বিরুদ্ধে ৮ থেকে ১০টি মাদক ও ডাকাতি মামলা রয়েছে। এছাড়া, তিনি একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো একটি মামলা হবে।