সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিদ্যুতের তারে জড়িয়ে আহত একটি গন্ধগোকুল (তাল খাটাশ) উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) শ্রীমঙ্গল বিটিআরআই উচ্চ বিদ্যালয় মাঠে আহত অবস্থায় এ প্রাণীটি উদ্ধার করেন শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব।
আহত প্রাণীটি উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে শ্রীমঙ্গলস্থ বন বিভাগ কর্তৃপক্ষকে কাছে হস্তান্তর করা হয়।
সজল দেব জানান, তাল খাটাশটি পড়ে থাকতে দেখে শিপন নামের এক ব্যক্তি বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের খবর দেন। খবর পেয়ে তাৎক্ষনিক ওই স্থানে গিয়ে আহত তাল খাটাশটিকে উদ্ধার করেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
সজল দেব আরো জানান, গন্ধগোকুল ( Asian palm civet; বৈজ্ঞানিক নাম: Paradoxurus hermaphroditus) এশীয় তাল খাটাশ, ভোন্দর, লেনজা, সাইরেল বা গাছ খাটাশ নামে পরিচিত। তালের রস বা তাড়ি পান করে বলে তাড়ি বা টডি বিড়াল নামেও পরিচিত। এছাড়া লংগর বা পোলাও প্রাণী নামেও অনেক অঞ্চলে পরিচিত এই প্রাণীটি।