ঢাকা
৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১১:১১
logo
প্রকাশিত : জানুয়ারি ১৯, ২০২৫

বড়লেখায় ছাত্রলীগ কর্মীর ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত

আব্দুর রব, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: বড়লেখায় নিষিদ্ধ ঘোষিত একটি ছাত্রসংগঠনের দুই কর্মীর ছুরিকাঘাতে সুজানগর ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক নোমান আহমদ (৩৫) খুন হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে সুজানগরের বাড্ডাবাজারে ঘটনাটি ঘটেছে।

নিহত নোমান আহমদ উপজেলার সুজানগর ইউনিয়নের রাঙ্গিনগর গ্রামের লেচু মিয়ার ছেলে। রাতেই পুলিশ নিহতের লাশ উদ্ধার করে রোববার ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছুরিকাঘাতকারী নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মারজান আহমদ দশঘরি গ্রামের আওয়ামী লীগ নেতা সবির মিয়ার ছেলে ও রেহান আহমদ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস শহিদের ছেলে। ঘটনার পরই তারা আত্মগোপন করেছে।

সুজানগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ইউপি মেমআবর আব্দুস শহীদ এই হত্যাকান্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার সাড়ে সাতটা/আটটার দিকে যুবদল নেতা নোমান আহমদ বাড্ডাবাজারে পান খেতে একটি দোকানের সামনে দাঁড়িয়েছিল। এসময় হঠাৎ দুই যুবক নোমানের বুকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে নোমানকে গুরুতর আহত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছুরিকাঘাতকারীদের পরিচয় পাওয়া গেছে, তবে তারা কী কারণে নোমানকে ছুরিকাঘাত করেছে তা জানা যায়নি।

সুজানগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মকবুল হোসেন সেবুল বলেন, সুজানগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক নোমান আহমদকে ছুরিকাঘাতে হত্যা করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী মারজান আহমদ গংরা। তিনি খুনিদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।

থানার ওসি (তদন্ত) জহিরুল ইসলাম জানান, লেনদেন সংক্রান্ত পূর্ব-বিরোধের জেরে অভিযুক্তরা নোমানকে ছুরিকাঘাত করেছে বলে ধারণা করছেন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। দাফন শেষে স্বজনরা থানায় মামলা করবেন বলে জানিয়েছেন। হত্যাকারীদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram