ঢাকা
২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১২:৪৯
logo
প্রকাশিত : জানুয়ারি ৩, ২০২৫

সংযোগ সড়ক না থাকায় কোন কাজে আসছে না সাড়ে পাঁচ কোটি টাকার সেতু

শফিকুল ইসলাম মিন্টু, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: সংযোগ সড়ক না থাকায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের বগাপুতা খালের ওপর সাড়ে পাঁচ কোটি টাকায় নির্মিত সেতুটি কোন কাজে আসছে না। যানবাহন চলাচল না করায় সেতুর ওপর চলছে ধান মাড়াই ও শুকানোসহ পারিবারিক কাজ।

স্থানীয়রা জানান, ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ি ১৫কিলোমিটার আঞ্চলিক সড়কটি ঝকঝকে সুন্দর। কিন্ত ওই সড়কের দুঃখ হল বগাপুতা খালেরর ওপর নির্মিত সেতুটি। সেতুর দুইপাশে সংযোগ সড়ক না থাকায় সেতুটি জনগণের কোন কাজে আসছে না। কোন যানবাহন চলাচল করতে পারছে না। বাধ্য হয়েই পাশের পুরোনো নড়বড়ে সেতু দিয়ে যানবাহন ও পথচারীরা চলাচল করছে। এতে যেকোন সময় দুর্ঘটনা ঘটতে পারে।

কিশোরগঞ্জ সড়ক ও জনপথ কার্যালয় থেকে জানা গেছে, ২০২১ সালে ১১৫ কোটি টাকা ব্যয়ে ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ি ১৫ কিলোমিটার সড়ক নির্মাণের কাজ শুরু হয়। এর মধ্যে ২০২২ সালের শুরুতেই সোহাগী এলাকার বগাপুতা খালের ওপর নির্মিত হয় ৩১.৮২৮ মিটার এই সেতুটি। যার ব্যায় ধরা হয় ৫ কোটি ৫০ লাখ টাকা। তাহের এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাধারী প্রতিষ্ঠানটি এই সেতুর কাজ করেন।

দরপত্র অনুযায়ী যথাসময়ে সড়ক ও সেতুর অবকাঠামোর কাজ শেষ করা হলেও সংযোগ সড়কের জন্য সময় বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২০২৬ সাল পর্যন্ত। কিশোরগঞ্জ সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল জানান, দুই বছর আগেই সড়কসহ সেতু নির্মাণের কাজ শেষ হওয়ার কথা থাকলেও ভুমি অধিগ্রহণ সংক্রান্ত জঠিলতায় ঠিকাদার সেতুর দুই পাশের সংযোগ সড়ক করতে পারছে না। সেতুর অবকাঠামো নির্মাণ শতভাগ শেষ হলেও ভুমি অধিগ্রহন জটিলতায় সেতুর সংযোগ সড়ক নির্মাণ আটকে আছে।

জমি ও স্থাপনার মালিকরা বলছেন, প্রায় দুই বছর ধরে ক্ষতি পূরনের টাকা পাওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরে বারবার ধরনা দিয়েও কাজ হচ্ছে না। জমির মালিক আব্দুল গফুর, মিরাস উদ্দিন ও মজিবুর রহমান জানান, তাঁদেরকে জমি অধিগ্রহণের নোটিশ দিয়ে জমি নিলেও পরে আর কোনো খবর নেয়নি। এই জন্য তাঁরা ক্ষতিপূরণের টাকা না পেয়ে এক ধরনের ভোগান্তিতে পড়েছেন। যার কারণে টাকা না পাওয়া পর্যন্ত এখন আর কাজ করতে দেওয়া হবে না।

বগাপুতা গ্রামের জমির মালিক হেলিম মিয়া জানান, সেতু নির্মাণ ও প্রকল্প বাস্তবায়নের সময়সীমা এবং অর্থ বরাদ্দ বাড়ানো হলেও ভুমি অধিগ্রহণ আর স্থাপনার ক্ষতি পূরণের টাকা দুই বছরেও বুঝে পাননি। ক্ষতি পূরণের টাকা না পাওয়ায় কাজে বাধা দিয়েছেন। তারপরও কর্তৃপক্ষের কোনো টনক নড়ছে না।

সেতুর কাজটির তদারকির দায়িত্বে নিয়োজিত কিশোরগঞ্জ সড়ক ও জনপথের উপ-বিভাগীয় প্রকৌশলী বিজয় বসাক বলেন, জমি অধিগ্রহণের জন্য ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ে অগ্রিম টাকা দিয়ে রাখা হয়েছে। এখন সেখান থেকে ইস্টিমেট অনুযায়ী ভূমির মালিকদের টাকা বুঝিয়ে দিলেই আমরা কাজ শুরু করতে পারবো।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram