বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শনিবার সকাল ৯ টায় শহরের ডাকবাংলো ঘাটের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন করেন।
জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলার বিভিন্ন সরকারী দপ্তর, জেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, বাগেরহাট প্রেসক্লাব, আইনজীবি সমিতি, সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠন স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে। এই দিনে দেশের যে সূর্য সন্তানদের আত্মার শান্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়। পরে ডাকবাংলো ঘাটে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসান, পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ, জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।