হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় চকলেট, কাপড় ও প্রসাধনী সামগ্রী জব্দ করেছে বিজিবি। জব্দকৃত মালামালের মূল্য দুই কোটি ৮১ লাখ ৮০ হাজার ১৬০ টাকা।
শনিবার (১৪ ডিসেম্বর) সকালে এসব নিশ্চিত করে ৫৫ বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমদাদুল বারী খান জানান- আটক মালামাল জেলা কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে। এর আগে জেলার বাহুবল উপজেলার পুটিজুরি এলাকার ঢাকা-সিলেট মহাসড়ক থেকে এসব মালামাল জব্দ করা হয়।
জব্দ মালামালের মধ্যে রয়েছে, ১৪ হাজার ১৯২ পিস কিটক্যাট চকলেট, বিভিন্ন প্রকার ক্রিম ও অয়েন্টমেন্ট ৪১ হাজার ৭২৭ পিস, বিভিন্ন ধরণের ট্যাবলেট ৯ লাখ ৭২ হাজার পিস, ভিকস্ধ কফ ড্রপস লজেন্স এক হাজার ৪৭৬ প্যাকেট, স্যুটের কাপড় এক হাজার ১১৫ মিটার, বিভিন্ন প্রকার জর্জেট কাপড় ছয় হাজার ৩৮৯ মিটার, বিভিন্ন প্রকার কসমেটিকস সামগ্রী পাঁচ হাজার ৯৯০ পিস।
৫৫ বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমদাদুল বারী খান জানান, বিজিবির চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত আছে।