ঢাকা
১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ৯:৩০
logo
প্রকাশিত : ডিসেম্বর ১৭, ২০২৫

ধানের শীষ নির্বাচিত হলে ঘরে-ঘরে ফ্যামিলি কার্ড করে দেওয়া হবে: কলিম উদ্দিন

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতক-দোয়ারাবাজার আসনের সাবেক সাংসদ ও জেলা বিএনপির আহবায়ক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে যদি বিএনপির প্রার্থীর প্রতি জনগণের আস্থা ও ভোট পড়ে এবং ধানের শীষ প্রতীকের প্রার্থী নির্বাচিত হন, তাহলে ছাতক ও দোয়ারাবাজারে ঘরে-ঘরে ফ্যামিলি কার্ড তৈরি করে দেওয়া হবে। এই সেবা কার্যকর হলে পরিবারভিত্তিক সহায়তা ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করবে।

মিলন তার বক্তৃতায় আরও বলেন, বর্তমান কঠিন অর্থনৈতিক সময়ে সাধারণ মানুষের প্রাত্যহিক প্রয়োজন মেটাতে সুনির্দিষ্ট ও প্রতিক্রিয়াশীল সামাজিক নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন। তিনি জানান, ফ্যামিলি কার্ডের মাধ্যমে দরিদ্র ও ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য নিয়মিত আর্থিক বা খাদ্য সহায়তা প্রদানের ব্যবস্থা নেয়া হবে—এমনকি অনেকে সামাজিক মাধ্যম ও স্থানীয় প্রচারণায় উল্লেখ করছেন যে এর পরিধিতে প্রতি পরিবারের জন্য মাসিক নির্দিষ্ট অনুদান বা সমপরিমাণ খাদ্য সহায়তা রাখার পরিকল্পনা রয়েছে।

বক্তব্যকালে মিলন নির্বাচনী ইস্যু ও স্থানীয় উন্নয়ন পরিকল্পনা নিয়েও আলোচনা করেন। তিনি আশ্বাস দেন যে নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে জোরদার কাজ করা হবে—বিশেষত ছাতক-দোয়ারাবাজার রাস্তাঘাট, বন্যা নিরোধ ও কৃষি সেচ সংক্রান্ত প্রকল্পে অগ্রাধিকার দেয়া হবে। একই সঙ্গে তিনি বলেন, স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি ও ক্ষুদ্র উদ্যোগকে সমর্থন করে অর্থনৈতিক পুনর্গঠন সম্ভব।

বুধবার বিকেলে উপজেলার বোগলাবাজার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভায় কলিম উদ্দিন আহমেদ মিলন উপরোক্ত কথা বলেছেন।

জেলা বিএনপির সাবেক উপদেষ্টা শফিকুল আলম সালেক'র সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুল আলম এবং উপজেলা ছাত্রদলের সদস্য জহিরুল ইসলাম সানি' র যৌথ সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান সামছুল হক নমু, জেলা বিএনপির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এমএ বারী, উপজেলা বিএনপির আহবায়ক আলতাফুর রহমান খসরু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাস্টার সবির আহমদ।

অনুষ্ঠানে উপজেলা ও বোগলাবাজার ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশের কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram