

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বহ্নিশিখার আয়োজনে তৃতীয় বারের মতো “আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন প্রশিক্ষণ” কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয় মহিলা জিমনেসিয়াম মাঠে এই কার্যক্রম শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবি'র শরীরচর্চা বিভাগের উপপরিচালক কামরুজ্জামান চঞ্চল, ছাত্র উপদেষ্টা কনক আমিরুল ইসলাম, রাকসু'র ক্রীড়া সম্পাদক নার্গিস, আইইআর ডিরেক্টর আকতার বানু, ফিশারিজ বিভাগের অধ্যাপক ফৌজিয়া এদিব ফ্লোরা।
এছাড়াও গ্রীন ভয়েস, রাবি'র ছাত্র উপদেষ্টা এবং গ্রীন ভয়েস কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আহসান হাবিব এবং আশিকুর রহমান অন্তর সহ আরও অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বহ্নিশিখার এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা আত্মরক্ষার বিভিন্ন কৌশল ও ব্যক্তিগত নিরাপত্তা সম্পর্কে ব্যবহারিক ধারণা লাভ করবে বলে আয়োজকরা জানান। প্রশিক্ষণ কার্যক্রম চলবে আগামী ৭ দিনব্যাপী। প্রশিক্ষণ কার্যক্রমে প্রায় ১০০ জন নারী শিক্ষার্থীর অংশগ্রহণ করেন।

