ঢাকা
২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ৯:৫২
logo
প্রকাশিত : নভেম্বর ২৮, ২০২৫

সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে পৃথক অভিযানে ৬ লক্ষ টাকার মালামাল জব্দ

মতিয়ার রহমান মধু, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে পৃথক চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ৬,২০,০০০ (ছয় লক্ষ বিশ হাজার) টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।

শুক্রবার (২৮শে নভেম্বর) ভোমরা, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা, মাদরা, হিজলদী ও চান্দুরিয়া বিওপির আওতাধীন বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-২/২ এস থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সদর উপজেলার ঘোষপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি দল মেইন পিলার-১৩/৩ এস এর ৫ আরবি থেকে ৩০০ গজ ভেতরে কলারোয়ার কেরাগাছি ও গেড়াখালি এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ ও শাড়ি জব্দ করে। ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দল কলারোয়া উপজেলার ওয়ারী এলাকায় ৩৫ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে।

মাদরা বিওপির আভিযানিক দল একই পিলারের ৮ আরবি পয়েন্ট থেকে ১০০ গজ ভেতরে দক্ষিণ কালিবাড়ি এলাকায় ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ঔষধ জব্দ করে। হিজলদী বিওপির দল হিজলদী বরইবাগান এলাকা থেকে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। এছাড়া চান্দুরিয়া বিওপির আভিযানিক দল মেইন পিলার-১৭/৭ এস এর ১৬ আরবি থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আমবাগান এলাকা থেকে ৩৫ হাজার টাকার ভারতীয় ঔষধ জব্দ করে।

বিজিবি জানায়, চোরাকারবারীরা এসব মালামাল শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। এতে যেমন দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হয়, তেমনি সরকারও উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়।উদ্ধারকৃত মালামাল শিগগিরই সাতক্ষীরা কাস্টমসে হস্তান্তর করা হবে বলেও বিজিবি জানিয়েছে। স্থানীয় জনসাধারণ বিজিবির এসব দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানের ভূয়সী প্রশংসা করে এবং এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানায়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram