মানিক ভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ওলামা দল প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মাইজদীর একটি কনভেনশন হল রুমে নোয়াখালী জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আয়োজনে নোয়াখালী জেলা ওলামা দলের আহ্বায়ক মোহাম্মদ ফখরুল ইসলাম এম এ এর সভাপতিত্বে সদস্য সচিব কাজী মাওলানা মোহাম্মদ ফয়েজ উল্লাহ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো।
আরো অতিথির মধ্যে ছিলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সম্পাদক এডভোকেট রবিউল ইসলাম পলাশ, জেলা বিএনপির সদস্য আবদুল মোতালেব আপেলসহ অনেকেই।
অতিথিদের বক্তব্যে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামের ভুল ব্যখ্যাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করে পিআর পদ্ধতির নামে নির্বাচন বানচাল করতে চায়। জামায়াতে ইসলামীসহ কয়েকটি রাজনতিক দল পিআর পদ্ধতির নামে নির্বাচনকে প্রলম্বিত বা বানচাল করার চেষ্টা করছে। দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবেলায় ওলামা দলসহ বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীদেরকে প্রতিটি পাড়া, মহল্লা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে দলকে সুসংগঠিত করে দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের জেলা ও উপজেলা নেতৃবৃন্দরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।