তৃতীয় দিনের খেলা শেষ হয়ে গিয়েছিল আগেভাগেই। কারণ ছিল আলোকস্বল্পতা, আর চতুর্থ দিনের সকালে হানা দিল বৃষ্টি। সকালে ঝোড়ো বৃষ্টি হইয়েছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে যা এখন আর নেই। তবে ৯টা ৪৫ মিনিটে খেলা শুরু করেয়া সম্ভব নয়। দশটায় মাঠ পর্যবেক্ষণ করবেন দুই আম্পায়ার।
সিলেট টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে মাত্র ৪৪ ওভার। দিন শেষে বাংলাদেশ দল এগিয়ে আছে ১১২ রানে, হাতে আছে ৬ উইকেট। মাঠ ভেজা থাকায় প্রথম সেশনে খেলা হয়নি। নির্ধারিত সময়ের তিন ঘণ্টা পর শুরু হয় খেলা। ১ উইকেটে ৫৭ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ গত ৩ উইকেট হারিয়ে যোগ করেছে ১৩৭ রান।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ ২য় ইনিংস: ৫৭ ওভারে ১৯৪/৪ (জয় ৩৩, মুমিনুল ৪৭, শান্ত ৬০, মুমিনুল ৪৭, মুশফিক ৪, জাকের ২১; জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ৩ উইকেট নিয়েছেন, অন্য উইকেটটি ভিক্টর নিয়াউচির।
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ২৭৩
বাংলাদেশ ১ম ইনিংস: ১৯১