ঢাকা
৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
দুপুর ১২:০৮
logo
প্রকাশিত : জানুয়ারি ২৮, ২০২৫

আইফোনে ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপের একাধিক অ্যাকাউন্ট

হোয়াটসঅ্যাপ আইওএস ব্যবহারকারীদের জন্য এক নতুন সুবিধা নিয়ে আসছে, যা একই ডিভাইসে একাধিক অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ দেবে। জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মটি তাদের আইওএস সংস্করণে এ ফিচার অন্তর্ভুক্ত করতে কাজ করছে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ওয়েবেটাইনফো।

এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা একই ফোনে ব্যক্তিগত এবং অফিসিয়াল অ্যাকাউন্ট আলাদাভাবে পরিচালনা করতে পারবেন। প্রতিটি প্রোফাইলের জন্য আলাদা সেটিংস ও তথ্য ব্যবহার করা সম্ভব হবে। আইওএস ২৫.২.১০.৭০ সংস্করণে এ আপডেটটি পাওয়া যাবে, যা বর্তমানে অ্যাপলের ‘টেস্টফ্লাইট’ প্রোগ্রামের বেটা পরীক্ষকদের জন্য উন্মুক্ত। নতুন অ্যাকাউন্ট যুক্ত করতে ব্যবহারকারীদের কিউআর কোড স্ক্যান করতে হবে।

অ্যান্ড্রয়েডে এ ফিচার চালু হয়েছে প্রায় এক বছর আগে। তবে আইওএস ব্যবহারকারীদের জন্য এটি নতুন সংযোজন। অ্যান্ড্রয়েডে এ ফিচার ব্যবহারের জন্য ডুয়াল সিম প্রয়োজন হয়, কারণ প্রতিটি অ্যাকাউন্টের আলাদা নম্বর দরকার। হোয়াটসঅ্যাপ বিজনেস ব্যবহারকারীদের জন্য আলাদা অ্যাপের সুবিধা ইতোমধ্যেই রয়েছে। কিন্তু নতুন আপডেটটি একটি অ্যাপের মধ্যেই সব অ্যাকাউন্ট পরিচালনার সুবিধা এনে দেবে।

এ আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা আরও সহজে তাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনকে পৃথক রাখতে পারবেন, যা তাদের সময় বাঁচাবে এবং কার্যক্ষমতা বাড়াবে।

প্রযুক্তিভিত্তিক সাইট এনগ্যাজেটের মতে, এটি ব্যবহারকারীদের জন্য একটি বড় ধরনের উন্নয়ন। আপনার আইফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা আরও সহজ ও কার্যকর করতে এ আপডেট শিগ্গির উন্মুক্ত হতে যাচ্ছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram