ভারতের সঙ্গে সংঘাতের আবহে সাম্প্রতিক দিনগুলোতে পাকিস্তানে গুগলে মানুষ সবচেয়ে বেশি খুঁজেছেন এক সামরিক ব্যক্তিত্বকে। তিনি হলেন পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ।
ভারতের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির পর আওরঙ্গজেব আহমেদ সামরিক বাহিনীর গর্ব এবং অনলাইনে পাকিস্তানিদের আবেগের এক নাম হয়ে ওঠেন। প্রচণ্ড চাপের মধ্যে শান্ত বা ঠান্ডা মাথায় থাকার জন্য পরিচিত আওরঙ্গজেব এখন ট্রেন্ডিংয়ে রয়েছেন।
তিনি কেবল যুদ্ধ মিশনের জন্য নয়, বরং সাম্প্রতিক সময়ে সংবাদ সম্মেলনে তার সংযত আচরণ এবং আকর্ষণীয় উপস্থিতির জন্য ভাইরাল হচ্ছেন।
গুগল ট্রেন্ডসের তথ্যানুসারে, গত ১২ মে পাকিস্তানে ‘আওরঙ্গজেব’ শব্দটি সবচেয়ে বেশি খোঁজা হয়েছে, বিশেষ করে দিবাগত রাত ২টার দিকে।
তখন থেকে এই নামটি শীর্ষ অনুসন্ধানের মধ্যে রয়ে গেছে। এই ভাইরাল আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে ব্যাপকভাবে প্রচারিত একটি সংবাদ সম্মেলন।
ওই সংবাদ সম্মেলনে এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ এবং নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল রাজা রব নওয়াজ উপস্থিত ছিলেন। ভারতীয় হামলার পর পাকিস্তানের পালটা হামলায় আয়োজিত সংবাদ সম্মেলনটি সামরিক বাহিনীর সক্ষমতা ও আত্মবিশ্বাস প্রকাশ করার জন্য হয়েছিল।
আর এই সংবাদ সম্মেলনে আওরঙ্গজেব তার পরিমাপিত বক্তৃতা, আত্মবিশ্বাসী পরিবেশনা এবং শান্ত ক্যারিশমার জন্য ব্যপক প্রশংসা পেয়েছেন। বিশেষ করে ওই সংবাদ সম্মেলনের একটি ক্লিপ ভাইরাল হয়েছিল যেখানে তিনি বলছেন, ‘আমি এয়ার ভাইস মার্শাল এবং আমি গতকাল যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করব। ‘
এছাড়া #NationalCrush, #RafaleHunter, এবং #PAFSwag এর মতো হ্যাশট্যাগগুলোও টাইমলাইনে বেশ প্রাধান্য পেয়েছে।
তাই বলা যায়, আপাতত এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ ডিজিটাল আকাশে বেশ ভালোই উড়ছেন।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ