নেপালের হোলি বেল স্কুলের বার্ষিক অনুষ্ঠানে এক ছাত্রের দেয়া জ্বালাময়ী ভাষণ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ছাত্রটির নাম আবিস্কার রাউত। তিনি স্কুলের হেড বয় হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন। রোববার (১৬ মার্চ) এ নিয়ে এনডিটিভি, ইন্ডিয়া টুডেসহ আরও কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম খবর প্রচার করে।
প্রতিবেদনে বলা হয়, রাউত তার ভাষণে হিমালয়ান রাষ্ট্র নেপালের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের কথা তুলে ধরেন। বলেন, ‘আজ আমি এখানে দাঁড়িয়ে একটি নতুন নেপাল গড়ার স্বপ্ন নিয়ে কথা বলছি। আশা ও আবেগের আগুন আমার মধ্যে জ্বলছে। কিন্তু আমার হৃদয় ভারী। কারণ— এই স্বপ্ন যেন ধীরে ধীরে মিথ্যা হয়ে যাচ্ছে।’
আবিস্কার রাউত জোর দিয়ে বলেন, ‘আমি এখানে দাঁড়িয়ে আপনাদের চেতনায় আলো ফেলতে চাই, যাতে অন্ধকারের ঘনঘটাকে ভেদ করে নতুন এক ইতিহাস রচনা করা যায়।’
নেপালকে একজন মমতাময়ী মা হিসেবে উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, নাগরিকরা কি দেশকে তার প্রাপ্য সন্মান ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে?
তার এই জ্বালাময়ী বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার কথায় অনুপ্রাণিত হয়ে এটিকে ‘অসাধারণ ও সাহসী’ বলে অভিহিত করেছেন।
এই ঘটনা নেপালের তরুণ প্রজন্মের চিন্তাভাবনা ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধকে ফুটিয়ে তুলেছে বলে দাবি করেছেন কেউ কেউ। আবিস্কার রাউতের ভাষণ শুধু নেপালেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও বেশ প্রশংসা কুড়িয়েছে।