ঢাকা
৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১২:৫৩
logo
প্রকাশিত : এপ্রিল ২৬, ২০২৫

সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়ে রেকর্ড গড়লেন পবন

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা পবন কল্যাণ। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয়। জনসেনা পার্টির প্রধান তিনি। চব্বিশের লোকসভা নির্বাচনে অন্ধ্রপ্রদেশে তার দল দুটো আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দুটোতেই জয় লাভ করে। বর্তমানে অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন এই তারকা।

প্রশাসনিক ও রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন পবন কল্যাণ। গত বছর তার অভিনীত কোনো সিনেমা মুক্তি পায়নি। ফলে, জোর গুঞ্জন উঠেছিল, অভিনয় ছেড়ে দিচ্ছেন পবন। যদিও এই গুঞ্জন উড়িয়ে দেন ‘গব্বর সিং’। এবার সর্বোচ্চ পারিশ্রমিক নিয়ে রেকর্ড গড়লেন পবন কল্যাণ।

সিয়াসাত ডটকমের তথ্য অনুসারে, ‘ওস্তাদ ভগত সিং’ সিনেমার জন্য পবন কল্যাণকে ১৭০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৪২ কোটি ৫৮ লাখ টাকার বেশি) পারিশ্রমিক দেওয়া হচ্ছে। প্যান ইন্ডিয়ার বাইরের সিনেমার জন্য কোনো তেলেগু অভিনেতাকে দেওয়া এটিই সর্বোচ্চ পারিশ্রমিক। সিনেমায় খানিকটা অনিয়মিত হওয়ার পরও পবন কল্যাণের উপরে প্রযোজকরা চোখ বন্ধ করে ভরসা করতে পারেন, এটি তারই প্রমাণ।

সিনেমায় অভিনয় করে মোটা অঙ্কের অর্থ আয় করে থাকেন পবন কল্যাণ। ২০২৩ সালে এক কর্মী সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে পবন কল্যাণ বলেন— “আমি দেশের বড় অভিনেতাদের একজন। একজন সাধারণ নায়ক হিসেবে অন্য সেরা নায়কদের সঙ্গে প্রতিযোগিতা করি না। প্রতি বছর ২০০ দিন কাজ করি এবং ৪০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৫২৮ কোটি টাকার বেশি) আয় করি। কিন্তু আমি যদি প্রতিযোগিতা করতে চাই, তবে বছরে এক থেকে দেড় হাজার কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৩০০ থেকে ১৯০০ কোটি টাকার বেশি) আয় করতে পারি। এটাই আমার সামর্থ্য। কিন্তু আমি অন্ধ্রপ্রদেশের মানুষের জন্য কল্যাণমূলক কাজ করতে চাই।”

পবন কল্যাণ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ব্রো’। ২০২৩ সালের ২৮ জুলাই মুক্তি পায় এটি। বর্তমানে পবন কল্যাণের হাতে চারটি সিনেমার কাজ রয়েছে। ‘হরি হারা বীরা মালু’ পরিচালনা করছেন কৃষ। এতে ২৮ বছর বয়সি অভিনেত্রী নিধি আগরওয়াল জুটি বেঁধে অভিনয় করছেন। আগামী মে মাসে সিনেমাটির শুটিং শেষ হবে। সিনেমাটির সিক্যুয়েল নির্মাণের কাজও চলমান।

‘ওজি’ সিনেমায় পবনের সঙ্গে রয়েছেন ইমরান হাশমি, প্রিয়াঙ্কা মোহন, প্রকাশ রাজের মতো তারকারা। আগামী জুনে পরবর্তী শিডিউলের শুটিং শুরুর কথা রয়েছে। এটি পরিচালনা করছেন সুজিত। অন্যদিকে আগামী জুলাই মাসে ‘ওস্তান ভগত সিং’ সিনেমার দৃশ্যধারণের কাজ শুরুর কথা রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram