ঢাকা
৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
দুপুর ১:৫৬
logo
প্রকাশিত : এপ্রিল ২৪, ২০২৫

কঠিন সময়ে বিষও হজম করে ফেলেন শাহরুখ : তিগমাংশু

বলিউড বাদশাহ শাহরুখ খান। বিশ্বজুড়ে যার নামটাই যথেষ্ট মানুষের মাঝে উন্মাদনা তৈরির জন্য, এতটা প্রভাব এ তারকার। তবে আজ সাফল্যের শিখরে থাকলেও শুরুর পথচলাটা ছিল ভয়াবহ কঠিন। সাফল্যের শিখরে পৌঁছানোর আগে তাকে একের পর এক কঠিন ধাক্কা সামলাতে হয়েছে।

ছোটবেলায় অভাবের সঙ্গে লড়াই, এরপর পরিবারের একের পর এক মৃত্যু—এই সবকিছুই তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল। তবু তিনি থামেননি। হেঁটেছেন নিজের স্বপ্নের পথে। আর এ স্বপ্নপুরনে একসময় যেকোনো কিছু করতেও রাজি ছিলেন শাহরুখ।

তবে নিজের কঠিন সময়েও শাহরুখ ছিলেন বিনয়ী। নম্রতা ও ভদ্রতা তাকে এতদুর নিয়ে এসেছে, এমনটাই দাবি সবার। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে তেমনই এক ঘটনা শেয়ার করেছেন নির্মাতা তিগমাংশু ধুলিয়া। তিনি বলেছেন, তার সঙ্গে শাহরুখের প্রথম পরিচয় একটি চায়ের কাপ দিয়ে শুরু হয় এবং সেটা খুব একটা চমৎকার সময় ছিল না।

সময়টা ছিল ১৯৯৪ সাল। শাহরুখ তখন টিভি সিরিজ ‘ফৌজি’তে অভিনয় করেন। এ সিরিজের সহকারী পরিচালক ছিলেন তিগমাংশু। একদিন, সিরিজের পরিচালক শেখর কাপুর তরুণ অভিনেতাকে (শাহরুখ) তার বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন। শাহরুখও নির্দিষ্ট সময় উপস্থিত ছিলেন।

ওই সময় শেখর কাপুর তার সহকারী তিগমাংশুকে চা বানিয়ে খাওয়াতে বলেন। আর সেটা করতে হবে মাইক্রোওয়েভে। সে সময় যন্ত্রটা নতুন ছিল। আর সেটা কীভাবে ব্যবহার করতে হয় সেটাও জানতেন না তিগমাংশু।

তিনি বলেন, ‘আমি প্রথমবার একটি মাইক্রোওয়েভ দেখেছি। জানি না কীভাবে কী করতে হবে। তবুও আমি একটি ভয়ানক চা বানিয়ে শাহরুখ খানকে পরিবেশন করেছি। অবাক বিস্ময়ে দেখলাম, শাহরুখ সেটা বেশ খুশি মনে পান করছেন। আমাদের থ্যাঙ্কস দিচ্ছেন। রান্নাঘরে গিয়ে অবশিষ্ট চায়ের একটু পান করে দেখি, এর চেয়ে জঘন্য চা আমি আমার জীবনেও পান করিনি। অথচ শাহরুখ সেটা কী অবলীলায় পান করে গেল!’

তিগমাংশু আরও বলেন, ‘এটাকেই বলে সত্যিকারের স্ট্রাগল। কঠিন সময়ে বিষও হজম করাই যেন শাহরুখের ধর্ম।’ তিনি বলেন, শাহরুখ হয়তো তখন ভেবেছিল আমি ইচ্ছা করেই ফালতু চা খাইয়েছি তাকে। তিনি আমার ওপর বেশ রেগে থাকবেন। কিন্তু এ চায়ের ঘটনার পরও আমার এবং শাহরুখের মধ্যে বন্ধন উষ্ণ ছিল।’

ধীরে ধীরে তিগমাংশু একজন জনপ্রিয় অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা হয়ে ওঠেন, আর শাহরুখ খান হয়ে ওঠেন বলিউডের বাদশাহ। তিগুমাংশু ‘পান সিং তোমার’, ‘সাহেব বিবি অউর গ্যাংস্টার’-এর মতো সিনেমা নির্মাণ করেছেন। অভিনয় করেছন ‘গ্যাংস অব ওয়াসেপুর’-এর মতো সিনেমায়।

শাহরুখ খান বর্তমানে তার আসন্ন সিনেমা ‘কিং’ নিয়ে ব্যস্ত রয়েছেন। এ সিনেমায় তিনি মেয়ে সুহানা খানকে বড় পর্দায় দর্শকদের সামনে ভিন্নভাবে হাজির করবেন। যদিও ওটিটিতে এরই মধ্যে সুহানার অভিনয়ে অভিষেক হয়ে গেছে। তবে কিং দিয়ে তার পায়ের তলার মাটি শক্ত করতে চান শাহরুখ। আর তাই এই সিনেমা নিয়ে তার পরিকল্পনাও বেশ বড় রকমের। এতে তিনি নিজেও হাজির থাকছেন পর্দায়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram