অর্থ জালিয়াতি মামলায় নাম জড়ালো ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়ক মহেশ বাবুর। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ২৮ এপ্রিল ডেকে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, হায়দরাবাদভিত্তিক দুটো রিয়েল এস্টেট কোম্পানির প্রচারে অংশ নেন মহেশ বাবু। এ দুটো প্রতিষ্ঠানের বিরুদ্ধে জালিয়াতি, অর্থ পাচারের অভিযোগে মামলা হয়েছে। কোম্পানি দুটো মহেশ বাবুকে ৫.৯ কোটি রুপি প্রদান করে। এর মধ্যে আড়াই কোটি রুপি নগদ, ৩.৪ কোটি রুপি সরকারি ব্যাংকের মাধ্যমে এই অভিনেতাকে প্রদান করা হয়।
তদন্তকারী দল সন্দেহ করছে, মহেশ বাবুকে নগদ যে অর্থ দেওয়া হয়েছে, তা রিয়েল এস্টেট কোম্পানির জালিয়াতির অর্থ।
অনুমতি ছাড়া বহু প্লট বিক্রি করে কোটি কোটি রুপি হাতিয়ে নিয়েছে কোম্পানি দুটো। রেজিস্ট্রেশন করে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়েও তা রাখেনি। মহেশ বাবু এই প্রতারণার সঙ্গে সরাসরি যুক্ত নন। তবে তিনি কীভাবে তার পারিশ্রমিক পেয়েছেন তা খতিয়ে দেখছে ইডি।
মহেশ বাবু অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গুন্তুর করম’। এটি পরিচালনা করেন ত্রিবিক্রম শ্রীনিবাস। গত বছরের ১২ জানুয়ারি মুক্তি পায় এটি। সিনেমাটির কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেন মীনাক্ষী চৌধুরী ও শ্রীলীলা। তাছাড়াও অভিনয় করেন— জগপতি বাবু, জয়রাম, ব্রাহ্মানন্দ, রামায়্যা কৃষ্ণান, প্রকাশ রাজ, রেখা, সুনীল প্রমুখ।
মহেশ বাবুর পরবর্তী সিনেমা পরিচালনা করছেন এস এস রাজামৌলি। আপাতত সিনেমাটির নাম রাখা হয়েছে ‘এসএসএমবি২৯’। আন্তর্জাতিক অ্যাডভেঞ্চার সিনেমা এটি। সিনেমাটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ হাজার কোটি রুপির বেশি।