‘স্কাই ফোর্স’ সিনেমা মুক্তির মাধ্যমে চলতি বছর শুরু করেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। বক্স অফিসে ততটা সাড়া ফেলতে পারেনি এটি। গত ১৮ এপ্রিল বিশ্বব্যাপী সাড়ে ৫ হাজার পর্দায় মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন সিনেমা ‘কেসারি চ্যাপ্টার টু’। এটি পরিচালনা করেছেন করন সিং ত্যাগী।
চলতি বছর বলিউডের বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনে আয় করা সিনেমার তালিকার শীর্ষে রয়েছে ‘ছাবা’ (২৯ কোটি রুপি)। এ তালিকার পঞ্চম অবস্থানে রয়েছে অক্ষয়ের ‘কেসারি চ্যাপ্টার টু’। অর্থাৎ প্রথম দিনে আয় করে মাত্র ৭.৭৫ কোটি রুপি।
গত কয়েক বছর ধরেই বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে অক্ষয় কুমার অভিনীত সিনেমা। তবে কী ‘কেসারি চ্যাপ্টার টু’ সিনেমাও ব্যর্থ সিনেমার তালিকায় জায়গা পাবে? চলুন তার আগে জেনে নিই ৩ দিনে কত টাকা আয় করেছে সিনেমাটি—
স্যাকনিল্কের তথ্য অনুসারে, মুক্তির প্রথম দিনে ‘কেসারি চ্যাপ্টার টু’ সিনেমা আয় করে ৭.৭৫ কোটি রুপি (নিট), দ্বিতীয় দিনে আয় করে ৯.৭৫ কোটি রুপি (নিট), তৃতীয় দিনে আয় করে ১১.৬৪ কোটি রুপি (নিট)। বিদেশে আয় করেছে ৯ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৩৮.১৪ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৫৪ কোটি ১৪ লাখ টাকার বেশি)।
১৯১৯ সালের ১৩ এপ্রিল ঘটে যাওয়া জালিয়ানওয়ালাবাগ-কাণ্ড ভারতের ইতিহাসে কালো অধ্যায়। এদিন নিরপরাধ ভারতীয়দের নৃশংসভাবে হত্যা করেছিল তৎকালীন ব্রিটিশ সরকার। মর্মান্তিক এই ঘটনার পর ব্রিটিশদের থেকে পাওয়া ‘নাইট’ উপাধি ফিরিয়ে দেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ‘কেসারি চ্যাপ্টার টু’ সিনেমা।
এ সিনেমায় শঙ্করণ নায়ারের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। তাছাড়াও অভিনয় করেছেন আর মাধবান, অনন্যা পাণ্ডে, রেজিনা প্রমুখ। এটি নির্মাণে ব্যয় হয়েছে ১৫০ কোটি রুপি।