কে এম ইউসুফ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি: খাগড়াছড়ির বাঘাইছড়ি হতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর দ্রুত উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। পার্বত্য চট্টগ্রামকে পুরো দেশ থেকে যোগাযোগ বিচ্ছিন্ন করারও হুঁশিয়ারি দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এরপর সেখান থেকে মিছিল নিয়ে এসে বিশ্ববিদ্যালয়ের ১নম্বর গেট সংলগ্ন চট্টগ্রাম-রাঙামাটি, খাগড়াছড়ি সড়ক দুপুর ২টা পর্যন্ত অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এ সময় সড়কের উভয়পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে যায় এবং কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয় অবরোধ।
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, ‘অপহৃতের এতোদিন পরও শিক্ষার্থীদের এখনো মুক্তি মেলেনি। যৌথবাহিনী এখনো তাদের কোনো অবস্থানই শনাক্ত করতে পারেনি। এটি সরকারের ব্যর্থতা। আমরা অতি দ্রুত আমাদের শিক্ষার্থী ভাই-বোনদের মুক্তি চাই। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাদের মুক্তি না দিলে পার্বত্য চট্টগ্রামকে (রাঙামাটি-খাগড়াছড়ি-বান্দরবান) পুরো দেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেব।’
আন্দোলনে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের অপর শিক্ষার্থী বলেন, পাঁচ শিক্ষার্থী অপহৃতের ঘটনার এক সপ্তাহ হয়ে গেলেও এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের পাহাড় কিংবা সমতলে কোথাও এ ধরনের ঘটনা মেনে নেওয়া হবে না। অপহৃতদের মুক্তির বিষয়ে সরকারকে আরও কঠোর অবস্থানের আহবান জানিয়ে তারা বলেন, আমরা দ্রুত অক্ষত অবস্থায় তাদের মুক্তি চাই।
উল্লেখ্য, রাঙামাটির বাঘাইছড়িতে বিজু উৎসব শেষে চবি ক্যাম্পাসে ফেরার পথে বুধবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে খাগড়াছড়ি সদরের গিরিফুল এলাকা থেকে পাঁচ শিক্ষার্থীসহ তাদের বহনকারী গাড়ির চালক অপহৃত হন।