ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত ক্যান্টনমেন্ট কলেজ, যশোরের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ক্যান্টনমেন্ট কলেজ যশোর, ঢাকা ইউনিভার্সিটি (এসএসিসিজেডিইউ) এর ২০২৪-২৫ সেশনের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাসান আল নোমান মনোনীত হয়েছেন।
‘এসএসিসিইডিইউ’ এর সদ্য সাবেক সভাপতি মো. আবিরুল ইসলাম এবং =সাধারণ সম্পাদক মো. সৌরভ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) নতুন এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাকে সামনে রেখে বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহণ, যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে আসা শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি এবং যশোর জেলায় উচ্চ শিক্ষার আলো পোঁছে দিতে কাজ করার কথা জানিয়েছেন নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক।
নতুন সভাপতি রফিকুল ইসলাম বলেন, ক্যান্টনমেন্ট কলেজ, যশোরের শিক্ষার্থীদের ঐক্য ও পারস্পরিক সহমর্মিতার প্রতীক ‘এসএসিসিজেডিইউ’। এই সংগঠন কেবলমাত্র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা নয়, বরং একে অপরের সহায়ক হয়ে ওঠার এক অনন্য প্ল্যাটফর্ম। সিনিয়র-জুনিয়রদের মধ্যে সুসম্পর্ক তৈরি, তথ্য ও অভিজ্ঞতা বিনিময় এবং শিক্ষাজীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। আমি আশা করি, এই সংগঠন আগামীতেও ক্যান্টনমেন্ট কলেজ যশোরের শিক্ষার্থীদের জন্য আলোকবর্তিকা হয়ে থাকবে।
নতুন সাধারণ সম্পাদক আল নোমান বলেন, ‘এসএসিসিজেডিইউ’ সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছে। সাধারণ সম্পাদক হিসেবে আমি এই সংগঠনের ঐতিহ্য ধরে রেখে একতা, সহযোগিতা এবং শিক্ষার্থীদের সহায়তায় কাজ করতে চাই। আমাদের লক্ষ্য হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ক্যান্টনমেন্ট কলেজ যশোরের শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা, একাডেমিক ও পেশাগত সহায়তা প্রদান এবং ভবিষ্যতে একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করা। সবাইকে সঙ্গে নিয়ে আমরা সংগঠনটিকে আরও কার্যকর করতে চাই।