বিগত তিনটি নির্বাচন নাগরিকদের মূল্যায়ন ছিল না বলে মন্তব্য করেছেন রাজনীতি বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান।
সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আয়োজনে ‘দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ব্যবস্থার ধাঁধা; কী চাই এবং কেন: কর্তৃত্ববাদ, ফ্যাসিবাদ না গণতন্ত্র?’ শীর্ষক এক সেমিনারে আলোচকের বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বিভাগের গ্যালারি রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, ‘দক্ষিণ এশিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার দিকে হাঁটছে। মালদ্বীপ, শ্রীলঙ্কা, পাকিস্তান এবং ভারতে গণতন্ত্র প্রতিষ্ঠা পাচ্ছে। বাংলাদেশের দিকে তাকালে আমরা দেখি যারা ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছিল, তারা উৎখাত হয়েছে। মালদ্বীপে একনায়কতান্ত্রিক রাষ্ট্রপতি দিয়ে শুরু হলেও আজ সেটি গণতন্ত্রের দিকে।’
তিনি আরও বলেন, ‘দক্ষিণ এশিয়ার মানুষ শাসককে ভয় পায়। এইটা আমাদের খারাপ দিক। গত ১৫ বছর ধরে শিক্ষক, ছাত্র, ইমাম, গণমাধ্যমসহ সবাই সরকারের তোষামোদ করত। খুব অল্প মানুষ শাসককে প্রশ্ন করত। কাজের সমালোচনা করত। এতেই দেশে ফ্যাসিবাদের জন্ম হয়। বিগত তিনটি নির্বাচন নাগরিকদের মূল্যায়ন ছিল না। এইটা আমাদের সর্বস্তরের মানুষের ব্যর্থতা ছিল। তারই ফলস্বরূপ আজকের এই অভ্যূত্থান হয়েছে। এতগুলো মানুষ প্রাণ হারিয়েছে। আমরা একটি জবাবদিহিমূলক সরকার চাই। সরকারকে অবশ্যই জবাবদিহিতায় আনতে হবে। যাতে আর কোনো সরকার মানুষের ভোট হরণ করতে না পারে।’
বিভাগের শিক্ষার্থী গোলাম মোস্তফা কামাল সেমিনারটি সঞ্চালনা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী রেজুয়ান হোসেন, সহকারী অধ্যাপক মোছা. রাজিয়া সুলতানা ও মো. সাইফুল ইসালাম, প্রভাষক মুনমুন আক্তার এবং জামিলুর রহমান।