ঢাকা
৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
দুপুর ১২:০৮
logo
প্রকাশিত : জানুয়ারি ২৬, ২০২৫

‘ফুলকুমারী’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে কাঁদলেন পিনাকী ভট্টাচার্য

প্যারিসে গত শুক্রবার লেখক ও অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের উপন্যাস ‘ফুলকুমারী’র প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে।

প্রকাশনা অনুষ্ঠানের এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়েন পিনাকী ভট্টাচার্য। ‘ফুলকুমারী’ বই থেকে টেকনাফের একরাম হত্যাকাণ্ডের বীভৎস বর্ণনা দিতে গিয়ে এ ঘটনা ঘটে। এসময় অনুষ্ঠানে আগত দর্শকদের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

কোভিড মহামারির কঠিন সময়ে নির্বাসিত জীবন এবং একটি ইঁদুরের সঙ্গে কথোপকথনের মাধ্যমে উপন্যাসটির পট তৈরি করা হয়েছে।

প্যারিসের লো পারশঁ হোটেলের বলরুমে প্রকাশনা অনুষ্ঠানে সাংবাদিক মাহবুব হোসাইন ও মানুচেহের শাফির যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন অ্যাক্টিভিস্ট মুহাম্মদ আলী চৌধুরী।

পাঠকদের মধ্যে ফুলকুমারী বইয়ের ওপর আলোচনা করেন অ্যাক্টিভিস্ট মনোয়ার পাটোয়ারী ও পীনাকী ভট্টাচার্যের সহধর্মিণী ডা. আনজুমান আরা বেগম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিক্ট বুকস এর এক্সিকিউটিভ ডাইরেক্টর এভ্রিম সালিম সাইয়ের, পিক্ট এর এডিটর এট লার্জ ডেভিড সালিম সাইয়ের, সিনিয়র সাংবাদিক মান্নান আজাদ, কমিউনিটি ব্যক্তিত্ব টি এম রেজা, গ্লোবাল সিকিউরিটি কনসালটেন্ট আনিসুর রহমান, ব্যবসায়ী শহিদুল ইসলাম, সাংবাদিক কামরুজ্জামান, নারী নেত্রী শামীমা আক্তার রুবী, সাবেক সেনা কর্মকর্তা মীর জাহান, ব্যাংকার ইফতেশাম চৌধুরী, কবি বদিউজ্জামান জামান, লেখক খান আনোয়ার হোসেন, বিসিএফ প্রতিনিধি মোসাদ্দেক সাইফুল, সাংবাদিক ওমর ফারুক প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে সাংবাদিক, কবি, সাহিত্যিক এবং মানবাধিকার কর্মীদের পাশাপাশি বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ) এবং ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (এফবিজেএ) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বইটি (Fulkumari : The Tale of a Refugee and a Rat in Pandemic Paris) নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা চলছে। বইটি ইতোমধ্যে অ্যামাজনের হিস্টোরিক্যাল ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়া বায়োগ্রাফি বিভাগে বেস্ট সেলার হিসেবে স্থান পেয়েছে।

আলোচিত বইটি প্রকাশ করেছে প্যারিস ভিত্তিক প্রকাশনা সংস্থা পিক্ট বুকস ও সম্পাদনা করেছেন ডেভিড সেলিম সেয়ার্স।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram